Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

'' আগামী ১ নভেম্বর  ২০২৩ খ্রিঃ হতে ৩০ জুন ২০২৪ খ্রি. পর্যন্ত মোট ৮ মাস সারা দেশব্যাপী জাটকা  ইলিশ  আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে”।

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩



কী সেবা কীভাবে পাবেন

জেলা মৎস্য অফিস, সিরাজগঞ্জ এর সেবার বিবরণ ও প্রদানের সময়সীমা

(ক) মৎস্য খাদ্য উৎপাদকরী ও বিক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান।

(খ) মৎস্য হ্যাচারীর নিবন্ধনকরণ।

(গ) মৎস্য উৎপাদন সহায়ক বিভিন্ন কারিগরী প্রশিক্ষ্ণ প্রদান।

(ঘ) রাজস্ব খাতে ক্ষুদ্র ঋণ প্রদান

(ঙ) প্রকল্প প্রাক্কলন প্রনয়ন এবং ঋণ গ্রহণের পরামর্শ ও সহায়তা করণ।

 

কি সেবা

কিভাবে পাবেন

মন্তব্য

সম্প্রসারণ মূলক

*        মাছ চাষ বিষয়ক পরামর্শ

 

*         আগ্রহী মৎস্যচাষী অফিসে এসে

*       সম্প্রসারণ কর্মীর মাঠ পরিদর্শনের মাধ্যমে

*         মাছচাষ বিষয়ক লিফলেট, পুসিত্মকা, পোস্টার, ফোল্ডার সংগ্রহের মাধ্যমে

*         তথ্যচিত্র প্রদর্শণের মাধ্যমে

*         সরকারী মৎস্যবীজ উৎপাদন খামারে গুনগত পোনা উৎপাদন ও চাষীদের সুলভ মূল্যে বিতরণের মাধ্যমে

 

*         বিষয় ভিত্তিক প্রশিক্ষণ

*         সেবাগ্রহীতা ও সম্প্রসারণ কর্মীর যোগাযোগের মাধ্যমে

*         চাহিদাভিত্তিক বাছাইকরণের মাধ্যমে

মাঠপর্যায়ে জরীপ ও সেবা গ্রহীতার চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অভিজ্ঞতা বিনিময় সফর

দপ্তর কর্তৃক নির্বাচনের মাধ্যমে

সাধারণত প্রকল্পভূক্ত সুফলভোগীদেরকে এই সেবা প্রদান করা হয়।

মাঠ দিবস

দপ্তর কর্তৃক নির্বাচনের মাধ্যমে

সাধারণত প্রকল্পভূক্ত সুফলভোগীদেরকে এই সেবা প্রদান করা হয়।

জলাশয় পুন:খনন

উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীর আবেদনের প্রেক্ষিতে

 

ফরমালিন মুক্ত মাছ বিক্রয়ে/ প্রাপ্তিতে সহায়তা প্রদান

সম্প্রসারণকর্মীর বাজার পরিদর্শন ও মাছ বিক্রেতার অফিসে এসে  ফরমালডিহাইড মিটার (ফরমালিন কীট বক্স) এর মাধ্যমে মাছে ফরমালিনের উপস্থিতি সনাক্তকরণ

 

ঋণ সেবা

*         মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ

*         ব্যাংক ঋণ প্রাপ্তি

 

*         মাছচাষীর আবেদনের প্রেক্ষিতে যাচাইপূর্বক

*         কর্মপরিকল্পনা প্রণয়ন পূর্বক সুপারিশের মাধ্যমে

 

জলাশয় খনন পুন:খনন ও মাছচাষের জন্য এ সেবা প্রদান করা হয়।


 



1 / 3

Caption Text
2 / 3

Caption Two
3 / 3
Caption Three